গণঅধিকার পরিষদ (জিওপি) টাঙ্গাইল জেলা শাখার ১০৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে মনিরুজ্জামান মিয়াকে সভাপতি ও শামীমুর রহমান সাগরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের স্বাক্ষরিত প্যাডে আগামী এক বছরের জন্য এ আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি অ্যাড. সুজন মিয়া, আব্দুর রহিম রিপন, হাবীবুল মান্নান হাবীব, আনিসুল হক খান, মিজানুর রহমান মাস্টার, শামসুল হক সুজন, রুবেল খান, সোহেল রানা, নাসির হাসান, আলমগীর, মনির হোসেন, শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, রফিকুল হাসান ভূঁইয়া, ইঞ্জি. মেহেরাব বকুল, জাহিদুল ইসলাম তরুন, সমেজ শেখ, এনামুল খান, শফিকুল ইসলাম, শামসুল হক চিশতী, আলমগীর, মিয়া মোহন, আবু রায়হানসহ ১০৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর জানান, গণঅধিকার পরিষদ বিগত দিনে দেশ ও দেশের আপামর জনসাধারণের পাশে থেকে আন্দোলন সংগ্রাম করে জায়গা করে নিয়েছে।
সেই জায়গাটা ধরে রাখতে এবং দেশে গুম, খুন, হত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে যাবে একই সঙ্গে মানুষের ভাত ও ভোটের অধিকার, জান ও জবানের অধিকার নিশ্চিত করতে কাজ করে যাবে টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদ।
টিএইচ